স্থানীয় সরকার বিভাগের মনিটরিং-১ শাখার ২৫/০৮/২০২২ তারিখের ৪৬.০০.০০০০.099.19.001.22.৯ নং স্মারকে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর স্থানীয় সরকার শাখার নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online(http://dcnaogaon.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না :
১/ পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বের পদনাম পরিসংখ্যান সহকারী)
পদ সংখ্যাঃ ১ জন
বেতনঃ ১০,২০০- ২৪,৬৮০
শিহ্মাগত ও অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশবিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ।
২/ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২ জন
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০
শিহ্মাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩/ অফিস সহয়ক
পদ সংখ্যাঃ ৩ জন
বেতনঃ ৮২৫০-২০,০১০
শিহ্মাগত ও অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলি
ক, আগ্রহী প্রার্থীগণ http://dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিরুপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৬/১১/২০২২ খ্রি, সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ৩০/১১/২০২২ খ্রি. বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্ষীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন teletalk Pre-paid মােবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ, Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ, প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি শিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। ও, SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান।