[ক, খ, গ ও ঘ সেট সকল বোড] এসএসসি কৃষি শিক্ষা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ২০২২ PDF ডাউনলোড । আসছালামু আলাইকুম? প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। তোমাদের সবার জন্য শুভ কামনা। আসা করি সবাই ভালো আছেন।আজকের এই পোষ্টে এসএসসি ও সমমানের পরীক্ষার আরও একটি নতুন বিষয়ে প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যেখানে তুলে ধরা হবে এসএসসি কৃষি শিক্ষা প্রশ্ন ও উত্তর। এই পর্বে শুধুমাত্র এমসিকিউ (Mcq) বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো প্রদান করা হবে।
এসএসসি কৃষি শিক্ষা MCQ/নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর ২০২২
আজ ১৭ই সেপ্টেম্বর, ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ও সমমান এর এসএসসি কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। যা বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। তাই তোমরা পরীক্ষা দিয়ে এসে কষ্ট করে যেন প্রশ্নের উত্তর বের না করতে হয় সেজন্য আমরা তোমাদেরকে সঠিক প্রশ্ন উত্তর দিয়ে থাকি। যেন তোমরা প্রশ্নের উত্তর বের করার সময় অপচয় না করে ওই সময় পড়া মধ্যে দিতে পারো।
এসএসসি কৃষি শিক্ষা বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা সমাধান ২০২২
কৃষিশিক্ষা সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর জন্য রয়েছে যা আবশ্যিক বিষয় না হলেও ব্যবহারিক বিষয়। যা বিশেষ করে মানবিক শাখার শিক্ষার্থীরা নিয়ে থাকে। বিশেষ করে তারা আজকের এসএসসি কৃষি শিক্ষা পরীক্ষা শেষে বহুনির্বাচনি অংশের প্রশ্নের সমাধান বিভিন্ন জায়গায় অনুসন্ধান করবে। কারণ বহুনির্বাচনী অংশ এর প্রশ্নের উত্তরগুলো বা সমাধান পরীক্ষা শেষে মিলিয়ে নেয়া অত্যন্ত জরুরি। এতে করে জানা যাবে কোন প্রশ্নের উত্তর সঠিক বা ভুল হয়েছে। তাই নিচের অংশ হতে বোর্ড বৃত্তিক তোমাদের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র নৈব্যক্তিক প্রশ্ন সমাধান দেখে নেও এক পলকেই।
এসএসসি 2022 কৃষি শিক্ষা ঢাকা বোর্ড নৈবিত্তিক এর উত্তরমালা
বোর্ড: সকল বোর্ড , সেট: ক
সেট – ঘ
১। পাটের চারা গজানাের কতদিন পর ঘন-দুর্বল চারাসহ আগাছা পরিষ্কার করতে হয়?
(ক) ৫–৭ দিন
(খ) ৮-১০ দিন
গ) ১২-১৪ দিন
(ঘ) ১৫- ২০ দিন
উত্তরঃ
দিন নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের এর উত্তর দাও : রিজুর গােলাপ বাগানে কিছু গােলাপজাল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে কালাে হয়ে নিচের দিকে আসছে। এছাড়া কিছু কিছু গাছের কচি পাতা ও ফুলের পাপড়ি এক ধরনের পােকা ছিত্র। করতে শুরু করেছে। রিজু এতে হতাশাগ্রস্ত হয়ে পরে।
২। রিজুর বাগান কোন পােকার দ্বারা আক্রান্ত হয়েছে?
(ক) রেড স্কেল
(খ) উইভিল পােকা
(গ) বিটল
(ঘ) ঘাস ফড়িং
উত্তরঃ
৩। রিজুর বাগানের সমস্যা সমাধানে উত্তম
i রাসায়নিক দমন
ii জৈব রাসায়নিক দমন
iii. জৈব দমন নিচের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ
৪। কলাগাছের চারা নির্বাচনের জন্য কেমন চারা নির্বাচনকরা দরকার?
(ক) সরু পাতার চারা
(খ) প্রসস্ত পাতার চারা
(গ) আগা-গোড়া সমান কাণ্ডের চারা
(ঘ) লম্বা কাণ্ডের চারা
উত্তরঃ
৫। আনারসের বংশ বিস্তারের জন্য নির্বাচন করতে হয়
i. ডুয়ে চার
ii. পার্শ্ব চারা
iii. স্কন্ধ চারা নিচের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ
৬। সর্দি কাশি নিরাময়ে নিচের কোনটি বেশি কার্যকর?
(ক) কালাে মেঘ
(৪) তুলসী
(গ) সর্পগন্ধা
(ঘ) হরিতকী
উত্তরঃ
৭। কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশ অবস্থা আলুতে কোন রােগের আক্রমণ বেশি দেখা যায়?
(ক) ব্লাস্ট রােগ
(খ) ডাইব্যাক রােগ
(গ) লেইট ব্লাইট রােগ
(ঘ) উইল্ট রােগ
উত্তরঃ
৮। পুকুরের পানিতে হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায় তাহলে কী বুঝতে পারা যায়?
(ক) পানি বিশুদ্ধ আছে
(খ) পানিতে খাদ্য খুব কম আছে
(গ) পােনা ছাড়ার উপযুক্ত হয়েছে
(ঘ) পানিতে প্রয়ােজনীয় খাদ্য আছে
উত্তরঃ
৯। দেশে বর্তমানে মােট মাছ উৎপাদনের শতরা কতভাগ অভ্যন্তরীণ জলাশয় হতে আসে?
(ক) ১০%
(খ) ২০%
(গ) ৪০%
(ঘ) ৮০%
উত্তরঃ
১০। হাঁস-মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রি হয়?
(ক) ২ আকারে
(খ) ৩ আকারে (
গ) ৪ আকারে
(ঘ) ৫ আকারে
উত্তরঃ
১১। হে তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা কত শতাংশেরমধ্যে নামিয়ে আনতে হয়? (
ক) ৩০%
(গ) ৪০%
(ঘ) ৫০%
উত্তরঃ
১২। ধান বীজ বাছাই করতে বীজের কতভাগ গজানাের সক্ষমতা থাকা প্রয়ােজন?
(ক) ৫০%
(খ) ৬০%
(গ) ৭০%
(ঘ) ৮০%
উত্তরঃ
এসএসসি 2022 কৃষি শিক্ষা ঢাকা বোর্ড নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 কৃষি শিক্ষা ঢাকা বোর্ড নৈবিত্তিক এর উত্তরমালা
১৩। কোন পােকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয়?
(ক) গণমাছি
(খ) গান্ধি পােকা
(গ) মাজরা পােকা
(ঘ) পামরি পােক
উত্তরঃ
১৪। চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন?
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) বিকেলে
(ঘ) সন্ধ্যায়
উত্তরঃ
১৫। ইউরিয়া মােলাসেস খড় তৈরিতে প্রতি ১ কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানির প্রয়ােজন হয়?
(ক) ২০
(খ) ১৫
(গ) ১০
(ঘ) ৫
উত্তরঃ
১৬। পুকুরের পাড়ে বড় গাছ থাকলে
সূর্যালােক ও বাতাসের ঘাটতি হবে
ii, ফাইটোপ্লাংটন বৃদ্ধি ব্যাহত হবে
iii. খাদ্য খরচ কম হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ
১৭। মাছের পােনা আঙ্গুলের মত লম্বা হলে কী বলা হয়?
(ক) ধানী পােনা
(খ) ডিম পােনা
(গ) রেণু পােনা
(ঘ) চারা পােনা
উত্তরঃ
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের এর উত্তর দাও : আবু মিয়া তার বাড়ির দক্ষিণ পার্শ্বের পুকুরটিতে পােনা ছাড়ার উদ্দেশ্যে পর্যবেক্ষণ করলে দেখতে পারেন যে পুকুরের উপরের স্তরে ও পাড় সংলগ্ন স্থানে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি। তাই সে পুকুরের পানির মধ্যে স্তরেও পর্যবেক্ষণ করেন সেখানে জলজ ভাসমান আগাছা জন্মাতে শুরু করেছে। আর চিন্তায় পড়লেন সে কি পােনা ছাড়বে না কি পুকুর শুকিয়ে নেবে।
১৮। আর পুকুরে পােনা ছাড়ার সিদ্ধান্তে কোন মাছে পােনা
নির্বাচনে প্রাধান্য দিবে?
(ক) সিলভার কার্প
(খ) গ্রাস কার্প
(গ) মৃগেল
(ঘ) রুই
উত্তরঃ
১৯। আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে আবু তার পুকুরটিতে
i উপযুক্ত মাছের পােনা ছাড়তে পারে
ii শুকিয়ে ফেলতে পারে
iii. রােটেনন ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও ii
উত্তরঃ
২০। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
(ক) ১০
(খ) ২০
(গ) ৩০
ঘ) ৪০
উত্তরঃ
২১। মাটির নিচের পােকার মধ্যে অন্যতম কোনটি?
(ক) উইপােকা
(খ) মাজরা
(গ) বিছা পােকা
(ঘ) কাটুই পােকা
উত্তরঃ
২২। তুলার জমিতে কয়টি চাষ দেয়া দরকার?
(ক) ২
(খ) ৪
(গ)৬
(ঘ) ৮
উত্তরঃ
২৩। ভূমি ক্ষয়ের ফলে জমিতে কাঙ্খিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যায়?
(ক) বীজ
(খ) কীটনাশক
(গ) সার।
(ঘ) শ্রমিক
উত্তরঃ
২৪। বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত ভাগের নিচে রাখা দরকার?
(ক) ১২%
(খ) ১৮%
(গ) ২৪%
(ঘ) ৩০%
উত্তরঃ
২৫। মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়?
(ক) পােনা ক্রয়ে
(খ) খাদ্য খরচে
(গ) মাছ আহরণে
(ঘ) মাছ পরিবহনে
উত্তরঃ
আমরা চলমান এসএসসি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাইতো আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো