[ক, খ, গ ও ঘ সেট সকল বোড] এসএসসি পৌরনীতি নৈবিত্তিক Mcq প্রশ্ন ও উত্তর ২০২২ PDF ডাউনলোড । আসছালামু আলাইকুম? প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। তোমাদের সবার জন্য শুভ কামনা। আসা করি সবাই ভালো আছেন।আজকের এই পোষ্টে এসএসসি ও সমমানের পরীক্ষার আরও একটি নতুন বিষয়ে প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যেখানে তুলে ধরা হবে এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ও উত্তর। এই পর্বে শুধুমাত্র এমসিকিউ (Mcq) বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো প্রদান করা হবে।
এসএসসি পৌরনীতি MCQ / নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর ২০২২
আজ ১৭ই সেপ্টেম্বর, ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ও সমমান এর এসএসসি পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা। যা বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। তাই তোমরা পরীক্ষা দিয়ে এসে কষ্ট করে যেন প্রশ্নের উত্তর বের না করতে হয় সেজন্য আমরা তোমাদেরকে সঠিক প্রশ্ন উত্তর দিয়ে থাকি। যেন তোমরা প্রশ্নের উত্তর বের করার সময় অপচয় না করে ওই সময় পড়া মধ্যে দিতে পারো।
এসএসসি পৌরনীতি বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা সমাধান ২০২২
পৌরনীতি ও নাগরিকতা সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর জন্য রয়েছে যা আবশ্যিক বিষয় না হলেও ব্যবহারিক বিষয়। যা বিশেষ করে মানবিক শাখার শিক্ষার্থীরা নিয়ে থাকে। বিশেষ করে তারা আজকের এসএসসি পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা শেষে বহুনির্বাচনি অংশের প্রশ্নের সমাধান বিভিন্ন জায়গায় অনুসন্ধান করবে। কারণ বহুনির্বাচনী অংশ এর প্রশ্নের উত্তরগুলো বা সমাধান পরীক্ষা শেষে মিলিয়ে নেয়া অত্যন্ত জরুরি। এতে করে জানা যাবে কোন প্রশ্নের উত্তর সঠিক বা ভুল হয়েছে। তাই নিচের অংশ হতে বোর্ড বৃত্তিক তোমাদের এসএসসি পৌরনীতি ও নাগরিকতা নৈব্যক্তিক প্রশ্ন সমাধান দেখে নেও এক পলকেই।
এসএসসি 2022 পৌরনীতি ও নাগরিকতা নৈবিত্তিক এর উত্তরমালা
বোর্ডঃ ঢাকা, সেটঃ গ
১। গ, সংবিধান
২।ক, হেগে
৩। খ, জেলা প্রশাসন
৪। ঘ, সৌদি আরবে
৫। খ, ও আই সি
৬। ঘ, শরনার্থী
৭। খ, নাগরিক সম্পত্তি হিসাব সংক্রান্ত
৮। খ, যুক্তরাষ্ট্র
৯। গ, ৪
১০। গ, নিউইয়র্ক
১১।
১২। ঘ, i,ii ও iii
১৩। সার্বভৌমত্ব
১৪। গ, বিচার বিভাগ
১৫। ক, ভাষা
১৬। ক, i ও ii
১৭। খ, ১৫৩
১৮। ঘ, ভারত
১৯। গ, সমাজতান্ত্রিক
২০। অর্থনৈতিক
২১। মৌলিক অধিকার রক্ষা
২২। ঘ, i,ii,ও iii
২৩। খ,যুক্তরাষ্ট্রীয়
২৪। খ, রাষ্টপতি
২৫। গ, রাষ্টপতি
২৭। খ, ৫০
২৮। গ, নৈতিক
২৯। ক, i ও ii
৩০। নিরাপদ পরিষদ
কুমিল্লা বোর্ডের এসএসসি পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ২০২২
১। (ঘ) অ্যারিস্টটল
২। (ক) ভাষা আন্দোলন
৩। (খ) রাস্ট্রপতি
৪। (ঘ) i, ii ও iii
৫। ১৯৪৫
৬। বর্ণবৈষম্যবাদ বিলোপ সাধন করা
৭। (ঘ) বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা
৮। (গ) অধিকার
৯। (ঘ) আইয়ুব খান
১০। (গ) ম্যাকাইভার
১১। (ক) বুদ্ধি
১২। (খ) ঐশী মতবাদ
১৩। (ঘ) গণতান্ত্রিক মনোভাব প্রকাশে
১৪। (গ) যৌথ পরিবার
১৫। (গ) i ও iii
১৬। (খ) সার্ক
১৭। (ক) মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করছে
১৮। শব্দগত অর্থে নাগরিক হলো
(গ) নগরের অধিবাসী
১৯। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়-
(খ) নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে
২০। অলিখিত সংবিধান কোন দেশে প্রচলিত?
(ক) ব্রিটেন
২১। ভোটদান করা নাগরিকের কোন ধরনের অধিকার?
রাজনৈতিক
২২। নিচের কোনটি আইনগত কর্তব্য?
(খ) যোগ্যব্যক্তিকে ভোটদান করা
২৩। (ঘ) একনায়কতান্ত্রিক
২৪। (ক) i ও ii
২৫। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলি?
(ঘ) একনায়কতান্ত্রিক
২৬। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার প্রধান কে?
(খ) প্রধানমন্ত্রী
২৭। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে হয়েছে?
(গ) ক্রমবিবর্তনের মাধ্যমে
২৯। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের-
(ক) ২৩ মার্চ
২৯। জাতী সংঘের যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে-
(ঘ) i, ii ও iii
৩০। জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয়ই অনুসরণ করে কোন দেশ?
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
আমরা চলমান এসএসসি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাইতো আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো