Sunday, June 4, 2023
Homeবেসরকারি চাকরিএসিআই লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । ACI Ltd Job Circuler 2022

এসিআই লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । ACI Ltd Job Circuler 2022

এসিআই লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণের সাপেক্ষে আবেদন করা জাবে। যদি আপনার এসিআই লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার মত দেশের সকল সাধারণ নাগরিকগণ যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

বর্তমানে এসিআই গ্রুপের অধীনে এখন কোম্পানির সংখ্যা প্রায় ২৫টি। ওষুধ, পশুর ওষুধ, সার, কীটনাশক, কৃষিপণ্য, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্যব্যবহার্য পণ্য, কৃষি ও বাণিজ্যিক যান, মোটরসাইকেল ইত্যাদি খাতে ব্যবসা রয়েছে তাদের। এসিআই গ্রুপের মোট বার্ষিক পণ্য বিক্রি দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। ২০১৭–১৮ অর্থবছরে পুঁজিবাজারে নিবন্ধিত এসিআইয়ের দুই প্রতিষ্ঠানের বিক্রি ছিল ৬ হাজার ২৬৬ কোটি টাকা। এছাড়া এসিআই প্রায় ১০ হাজারের মতো কর্মীর কর্মসংস্থানে ব্যবস্থা করেছে।

এসিআই লিমিটেডে চাকরির সুযোগ ২০২২

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৫ জন
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
বেতন: ১০,০০০ টাকা
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/ট্রেনিং/ট্রেড কোর্স
অভিজ্ঞতা: ০১-০২ বছর

নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • চাকরির দায়িত্বসমূহ
    গাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যথাযথ নিয়মে রক্ষণাবেক্ষণ করতে হবে।
    গাড়ির সকল কাগজপত্র সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখতে হবে এবং রিনিউয়াল এর জন্য ডিপো হেডকে অবহিত করতে হবে।
    ডেলিভারিতে যাওয়ার পূর্বে গাড়ির ব্যাটারি, চাকার বাতাসের চাপ, ব্রেক, তেল, রেডিয়েটরে পানির স্তর, মবিল, বিভিন্ন লাইট ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় মেরামতের জন্য ডিপো হেডকে অবহিত করতে হবে।
    রাস্তায় ট্রাফিক আইন মেনে সেফ ড্রাইভিং নিশ্চিত করতে হবে।
    সঠিক নিয়মে নিয়মিত লগবুক পূরণ করতে হবে।
    ওয়ার্কশপে রিপিয়ারিং এর কাজের সময় উপস্থিত থেকে রিপিয়ারিংগুলো ভালভাবে করাতে হবে যাতে পরবর্তীতে কোন জটিলতার সৃষ্টি না হয়।
    রিপিয়ারিং এর সময় বদলানো যেকোন পুরাতন পার্টস ডিপো হেড বা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
    স্পেয়ার চাকা ও টুলস সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।
    ইনভয়েস অনুযায়ী সংশ্লিষ্ট গ্রাহককে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন ক্যাডেটকে পণ্য সরবরাহে সহযোগিতা করতে হবে।
    কোল্ড চেইন প্রডাক্ট সরবরাহ করার ক্ষেত্রে কুল ভ্যানের তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করতে হবে।
    গাড়িতে পণ্য উঠানোর সময় ডেলিভারীর সিডিউল অনুযায়ী সাজানো হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে।
    ডিপো হেড কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত যেকোন কাজ করতে হবে।
  • কোম্পানীর সুযোগ সুবিধাদি
    T/A, Tour allowance
    বেতন পর্যালোচনা: বার্ষিক
    উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
    কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে

এসিআই লিমিটেডে চাকরির আবেদন প্রক্রিয়া

►► আরো দেখো: সরকারি নার্সিং পড়াশোনা ও ভর্তি তথ্য
►► আরো দেখোইংরেজি বা বাংলা হাতের লেখা সুন্দর করার কৌশল

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২২ পর্যন্ত।

 

 

 

 

Joba2z
Joba2z
Joba2z provides all the latest info related to the Latest Govt Jobs Circular, Govt exams Results, And provides All latest JOB updates for Bangladesh.This is the best Job Circular Portal In BD.Joba2z Help to People To Get a Good Job.
সম্পরকিত পোস্ট

Leave a Reply

সবচেয়ে জনপ্রিয়