বাংলাদেশের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো নরসিংদী জেলা।নরসিংদী জেলার নাম হয়তো বাংলাদেশের সকল মানুষ কোন না কোন কারনে শুনেছে।তাছাড়া বাংলাদেশের একটি অর্থনৈতিক এবং প্রশাসনিক জেলা হলো নরসিংদী জেলা।নরসিংদী জেলা ঢাকা বিভাগে অবস্থিত।বাংলাদেশের পূর্ব অংশে এই জেলার অবস্থান।নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা অবস্থিত,পূর্বে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া,পশ্চিমে গাজীপুর এবং দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।১,১১৪.২০ বর্গ কি.মি. আয়তন নিয়ে এটি বাংলাদেশের বুকে অবস্থিত রয়েছে।নরসিংদী জেলার মধ্যে নানা ধরনের নদী বয়ে গেছে।তারমধ্যে অন্যতম হলোঃ মেঘনা,শীতলক্ষ্যা,ব্রম্মপুত্র এবং আড়িয়াল খাঁ নদী।২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নরসিংদী জেলার মোট জনসংখ্যা প্রায় ১৯ লক্ষ।
নরসিংদী জেলার কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস
পূর্বে এই জেলার নাম নরসিংদী ছিলো না।একটি রাজার নাম থেকে নরসিংদী জেলার নামকরণ করা হয়।নরসিংহ নামক এক প্রাচীন রাজার নাম থেকে নরসিংদী নাম উৎপন্ন হয় বলে অবেকের ধারনা।ধারনা করা হয় ব্রম্মপুত্র নদীর পশ্চিম তীরে একটি ছোট্ট প্রদেশে শাসন করতেন রাজা নরসিংহ।জমিদার যুগের সমাপ্তির পর নরসিংদী ছিলো ঢাকা জেলার আওতাধীন নারায়ণগঞ্জ উপজেলার একটি অংশ মাত্র।১৯৮৪ সালে ৬টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা গঠিত হয়।নরসিংদী জেলার ৬টি উপজেলা সমূহ গুলো হলোঃনরসিংদী সদর উপজেলা,পলাশ উপজেলা,শিবপুর উপজেলা,রায়পুরা উপজেলা,মনোহরদী উপজেলা এবং বেলাব উপজেলা নিয়ে নরসিংদী জেলা গঠিত।
নরসিংদী জেলার শিক্ষাব্যবস্থা যেমন
শিক্ষাব্যবস্থার দিক থেকে নরসিংদী জেলা অনেক সুনাম অর্জন করতে পেরেছে।প্রতিবছরই সকল শিক্ষাক্রমে নরসিংদী জেলা থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করতে পারে।নরসিংদী জেলায় সরকারি এবং বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।যার মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়ে।নরসিংদী জেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা নিচে দেওয়া হলোঃ
১.রায়পুরা মডেল কলেজ
২.মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
৩.মনোহরদী ডিগ্রি কলেজ
৪.মডেল ক্যাডেট কেয়ার স্কুল
৫.শাহীন ক্যাডেট স্কুল
৬.ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
৭.স্কলাস্টিকা মডেল কলেজ
৮.পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয়
৯.পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়
১০.পারুলিয়া উচ্চ বিদ্যালয়
১১.পলাশ থানা সেন্ট্রাল কলেজ
১২.সাটিরপাড়া কে কে ইন্সটিটিউশন
১৩.ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
১৪.আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
১৫.নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়
১৬.আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল
১৭.এন.কে.এম.হাইস্কুল এন্ড হোমস
১৮.নরসিংদী সরকারি কলেজ
১৯.সরকারি শহিদ আসাদ কলেজ
২০.রায়পুরা সরকারী কলেজ
২১.নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট
২২.অরবিট ইন্সটিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
২৩.আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
২৪.নরসিংদী প্রেসিডেন্সি কলেজ
২৫.নরসিংদী মডেল কলেজ
২৬.পলাশ শিল্পাঞ্চল কলেজ
২৭.শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ
২৮.নরসিংদী বিজ্ঞান কলেজ
২৯.নরসিংদী পাবলিক কলেজ
৩০.নরসিংদী আইডিয়াল কলেজ
৩১.ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়
৩২.জনতা আদর্শ বিদ্যাপীঠ
৩৩.নরসিংদী পলিটেকনিক একাডেমি
নরসিংদী জেলার চিকিৎসা ব্যবস্থা
দিন দিন সব ক্ষেত্রেই নরসিংদী জেলা দূরন্ত গতিতে ছুটে চলছে।অর্থাৎ সব বিভাগেই এই জেলাটি উন্নতি করছে।ঠিক চিকিৎসা ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই।শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায়ও নরসিংদী অনেক সুনাম অর্জন করেছে।নরসিংদীতে রয়েছে সরকার বেসরকারি নানা ধরনের হাসপাতাল।যার মধ্যে নরসিংদী বাসী যেকোনো সমস্যা বা চিকিৎসার জন্য গেলে উন্নত মানের চিকিৎসা সেবা পেয়ে থাকে।চিকিৎসা খাতে নরসিংদী অনেক দূর এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশাই করি।নরসিংদীর কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের নাম নিচে উল্লেখ করা হলো।
১.নরসিংদী সদর হাসপাতাল
২.নরসিংদী জেলা হাসপাতাল
৩.উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পলাশ
৪.লায়ন্স চক্ষু হাসপাতাল,নরসিংদী
৫.মিতা নার্সিং হোম,নরসিংদী
৬.প্রাইম হাসপাতাল,নরসিংদী
৭.বারৈচা জেনারেল হাসপাতাল
৮.বারৈচা গ্রীন লাইফ হাসপাতাল
৯.তারা মিয়া মেমোরিয়াল হসপিটাল,পলাশ
নরসিংদী জেলার যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থার দিক দিয়েও নরসিংদী জেলা অনেক দূর এগিয়ে।বাংলাদেশের সকল যায়গা অথবা জেলার সাথে নরসিংদী জেলার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।স্থলপথ এবং জলপথ উভয় দিক দিয়েই নরসিংদীর সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুসংগঠিত।বাস টার্মিনাল থেকে শুরু করে লঞ্চঘাট এবং রেল স্টেশন সব মাধ্যমেই মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।স্থল পথের মধ্যে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ব্যবহার যোগ্য টার্মিনাল হচ্ছে নরসিংদী বাসস্ট্যান্ড,জেলখানা মোড়,পাঁচদোনা,মাধবদী ইত্যাদি।এসব রুট থেকে বাসে করে দেশের যেকোনো যায়গায় যাওয়া সম্ভব।নৌ-যোগাযোগের ক্ষেত্রে নরসিংদী লঞ্চ টার্মিনাল অন্যতম।আর রেল স্টেশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো নরসিংদী রেল স্টেশন,ঘোড়াশাল রেল স্টেশন ও মেথিকান্দা রেল স্টেশন।তাই খুব সহজেই বলা যায় পরিবহন অথবা যোগাযোগের ক্ষেত্রে নরসিংদী অনেক দূর এগিয়ে।
অর্থনৈতিক দিক থেকে নরসিংদী জেলা
অর্থনৈতিক দিক থেকে নরসিংদী অনেক সমৃদ্ধশীল।তার প্রধান কারন হলো কাপড়ের ব্যবসা।বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার নরসিংদীতে অবস্থিত।যাকে অনেকে বাবুর হাট বলে চিনে থাকে।নরসিংদীতে বিপুল পরিমানে টেক্সটাইল মিল রয়েছে।যার ফলে নরসিংদীর মাধবদী হলো বাংলাদেশের কাপড় উৎপাদনের মূল কেন্দ্র।এইখান থেকেই দেশের সকল পাইকারি ব্যবসায়ীরা কাপড় সংগ্রহ করে তারপর বিদেশে রপ্তানি করে।নরসিংদীর মানুষের মূল ব্যবসাই মূলত কাপড়ের।তারা প্রচুর পরিমান কাপড়ের মিল গড়ে তুলে এবং মানুষজন এসব মিলে কাজ করে নিজেদের অর্থনৈতিক চাহিদা পূরন করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কৃষিক্ষেত্রের দিক থেকে নরসিংদী জেলা
কৃষিক্ষেত্রে নরসিংদী জেলার অবদান অনেক।নরসিংদী জেলার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষি কাজ করে।এখানকার প্রধান উৎপাদিত ফসল হলো কলা।কলা উৎপাদনল নরসিংদী জেলা সারা দেশের মধ্যে বিখ্যাত।নরসিংদীর কলা সারাদেশে রপ্তানি হয়।তাছাড়া লটকন উৎপাদনের ক্ষেত্রেও নরসিংদী বাংলাদেশের সর্বপ্রথম।নরসিংদীতে সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয়।লটকন এবং কলা নরসিংদীবাসীর স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশেই তা ব্যপক পরিমানে রপ্তানি করা হয়।পাশাপাশি ধান,গম,ভুট্টার মতো দেশীয় প্রধান ফসলও এখানে উৎপাদিত হয়।তাই বলা যায় কৃষিক্ষেত্রেও নরসিংদী জেলা সমৃদ্ধশীল।
নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র গুলো
নরসিংদী জেলায় নানা রকমের বিনোদন কেন্দ্র রয়েছে।প্রাচীন কাল থেকেই এখানে বিনোদনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ ছুটে আসে।আর তাই নরসিংদী বিনোদন কেন্দ্রের দিক থেকেও একধাপ করে এগিয়ে যাচ্ছে।বিনোদন কেন্দ্রের মধ্যে সবচেয়ে পছন্দ এবং দর্শক চাহিদার শীর্ষে হলো ড্রীম হলিডে পার্ক।যেটা নরসিংদী জেলার পাঁচদোনায় অবস্থিত।তাছাড়া আরো নানা রকম দর্শনীয় এবং সুন্দর স্থান রয়েছে।যেমনঃ উয়ারী-বটেশ্বর, নাগরিয়া কান্দি ব্রিজ, লক্ষন সাহা জমিদার বাড়ি,চরসিন্দুর ব্রিজ, আরশিনগর শিশু পার্ক ইত্যাদি।সবশেষে জানিয়ে দেই আপনাদের নরসিংদী জেলার অফিশিয়াল ওয়েবসাইট।যার মাধ্যমে আপনারা নরসিংদী জেলার সকল অফিশিয়াল খবর দেখতে পারবেন।ভিজিট করুন: www.narsingdi.gov.bd
এরকম আরো খবরা-খবর পেতে এবং সর্বশেষ প্রকাশিত সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ভিজিট করতে পারেন Joba2z ওয়েবসাইট।