Friday, June 9, 2023
Homeপ্রধানমন্ত্রীর কার্যালয়প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির নিয়োগ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির নিয়োগ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বর্নিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে-কেউ। আপনি যদি একটি সুন্দর এবং চ্যালেঞ্জিং পরিবেশে চাকরি করতে আগ্রহী হন তাহলে এটি হতে আপনার জন্য উপযুক্ত চাকরি। যদি আপনার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির মাধ্যমে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে থাকে তাহলে উক্ত চাকরিটি আপনার জন্য উপযোগী নাকি অনুপযোগী তা নির্ধারণ করে আজই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

যদি আপনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে থাকেন তাহলে আপনিও আবেদন করতে পারেন। তবে আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়মাবলি মেনে তারপর আবেদন করতে হবে। তাই আবেদনের সকল নিয়মাবলি থেকে শুরু করে যোগ্যতা,বয়সসীমা ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরা হলো। আশা করি মনোযোগ সহকারে পড়বেন এবং নিজের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবেন।

সংক্ষিপ্ত সার্কুলার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
পদের নাম হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা ০১ জন
শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন/বাণিজ্যে স্নাতকোত্তর/সমমান/২য় শ্রেণির স্নাতক (সম্মান)
অভিজ্ঞতা প্রয়োজন নেই
বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়স ১৮-৩০ বছর
কর্মস্থল যে কোনো স্থান
আবেদন প্রক্রিয়া আগ্রহীরা www.pmeat.teletalk.com.bd এর মাধমে আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ সময় ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত

 

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.pmeat.teletalk.com.bd এর মাধমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Joba2z
Joba2zhttps://www.joba2z.com
Joba2z provides all the latest info related to the Latest Govt Jobs Circular, Govt exams Results, And provides All latest JOB updates for Bangladesh.This is the best Job Circular Portal In BD.Joba2z Help to People To Get a Good Job.
সম্পরকিত পোস্ট

2 COMMENTS

  1. আমার একটা চাকরি লাগবে দুরভ‍্যাগবসতো ssc খারাপ হইছে তবে সবি পারি সেই যোগ‍্যতা আছে
    তবে একটা চাকরি লাগবে আমার pls help me bro

Leave a Reply

সবচেয়ে জনপ্রিয়