Wednesday, September 27, 2023
Homeগুরুত্বপূর্ণ তথ্যশেখ রাসেল ২০২২ উপলক্ষে কবিতা ও ছড়া প্রতিযোগিতা ২০২২। শেখ রাসেল প্রতিযোগিতা

শেখ রাসেল ২০২২ উপলক্ষে কবিতা ও ছড়া প্রতিযোগিতা ২০২২। শেখ রাসেল প্রতিযোগিতা

Rate this post

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা একাডেমির কবিতা ও ছড়া প্রতিযোগিতা।শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা একাডেমির কবিতা ও ছড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শেখ রাসেল দিবস ২০২২ ‘শেখ রাসেল দীপ্ত জয়ােল্লাস অদম্য আত্মবিশ্বাস শিশু-কিশােরদের কাছ থেকে ছড়া ও কবিতা আহ্বান

শেখ রাসেল দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে বাংলা একাডেমি শিশু-কিশােরদের লেখা নির্বাচিত ছড়া ও কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশ করবে। এ লক্ষ্যে শিশু-কিশােরদের কাছ থেকে শেখ রাসেলকে নিবেদিত ছড়া ও কবিতা আহ্বান করা হচ্ছে। আগামী ১১ই অক্টোবর ২০২২ তারিখের মধ্যে [email protected] এই ই-মেইলে লেখা পাঠাতে হবে। লেখার সঙ্গে লেখকের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, জন্মতারিখ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদের ফটোকপি ও ১ কপি ছবি যুক্ত করতে হবে। লেখকের বয়স ১৮ই অক্টোবর ২০২২ তারিখে অনূর্ধ্ব ১৮ বছর। লেখা নির্বাচনের ক্ষেত্রে সংকলন সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রকাশিত লেখার জন্য লেখককে সম্মানি প্রদান করা হবে।

প্রতি গ্রুপে ৩(তিন) জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।

আগ্রহী প্রতিযােগিদের বেলা ২:৩০ মিনিটের মধ্যে প্রয়ােজনীয় উপকরণ (রং, তুলি, বাের্ড ইত্যাদি) এবং জন্ম নিবন্ধন সনদ ও স্কুলের পরিচয়পত্রের ফটোকপি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪র্থ তলায় উপস্থিত হতে হবে। পরিবেশ অধিদপ্তর কার্টিজ পেপার সরবরাহ করবে।
বিজয়ী প্রতিযােগিদের নাম ১৬ অক্টোবর, ২০২২ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নােটিশ বাের্ড ও পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe.gov.bd-এ প্রকাশ এবং টেলিফোনে জানানাে হবে।

 

চলমান সকল বেসরকারি চাকরির খবর ২০২২ | প্রাইভেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

 

Joba2z
Joba2zhttps://www.joba2z.com
Joba2z provides all the latest info related to the Latest Govt Jobs Circular, Govt exams Results, And provides All latest JOB updates for Bangladesh.This is the best Job Circular Portal In BD.Joba2z Help to People To Get a Good Job.
সম্পরকিত পোস্ট

Leave a Reply

সবচেয়ে জনপ্রিয়