ষষ্ঠ শ্রেণি গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ১ম সপ্তাহ ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট

0

ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর

ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ষষ্ঠ শ্রেণি গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ১ম  সপ্তাহ আপনি খুব সহজেই আমাদের এখান থেকে ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির গণিত (math) এসাইনমেন্ট এর উত্তর এবং প্রশ্ন ছবি এবং পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। ২০২২ সাল থেকে আপনাদের এসাইনমেন্ট তৈরি কার্যকর শুরু হয়েছে। কোভিড -১৯ স্কুল দীর্ঘ বন্ধ ছিল।

ষষ্ঠ শ্রেণি গণিত এসাইনমেন্ট প্রশ্ন ১ম সপ্তাহ ২০২২

অ্যাসাইনমেন্ট (শিরোনামসহ): শিরোনামঃ লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক পণিতিক সমস্যার সমাধন

১০ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখা হলাে

মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা
১১, ১৩, ১৭, ১৯,২৩, ২৯  ১২, ১৪, ১৫, ১৬, ১৮,২০,২১, ২৩,২৪,২৫,২৬, 2৭, ২৮, ৩০

 

লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরাে তুলে সংখ্যা দুইটি অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখে সহমৌলিক কিনা যাচাই করা হলাে

১ম সংখ্যা ২য় সংখ্যা সহমৌলিক হ্যাঁ বা না
১৫ ১৮ না

১৫ ও ১৮ সহমৌলিক সংখ্যা কিনা যাচাই করি

এখানে,

১৫= ১ x ১৫

= ৩ x ৫

:. ৫ এর গুননীয়ক ১,৩,৫,১৫

১৮ = ১ x ১৮

= ২ x ৯

= ৩ x ৬

:. ১৮ এর গুননীয়ক ১,২,৩,৬,৯,১৮

লক্ষ করলে দেখা যায় যে ১৫ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক ১,৩ অর্থাৎ ১৫ ও ১৮ সংখ্যা সহমৌলিক নয়।

 

১ম সপ্তাহ ষষ্ঠ শ্রেণি গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

গ 

কৌটা থেকে দৈব ভাবে একই সাথে তিনটি সংখ্যা নিয়ে পাশাপাশি বসিয়ে ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশঃ

১৬, ২৬, ২৮

এই তিনটি সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত ছয় অঙ্কের সংখ্যা= ১৬২৬২৮

এই তিনটি সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত ছয় অঙ্কের সংখ্যা= ১৬২৬২৮
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা= ১২২৬৬৮
ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৬৬২২১

ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা= ১২২৬৬৮
দেশীয় পদ্ধতিতে ১২২৬৬৮ সংখ্যাটিকে কথায় প্রকাশঃ
সংখ্যার ডানদিক থেকে তিন ঘর পর কমা,এরপর দুই ঘর পর পর কমা বসিয়ে আমরা পাই ১,২২,৬৬৮। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ এক লক্ষ বাইশ হাজার ছয়শ আটষট্টি।

আন্তর্জাতিক পদ্ধতিতে ১২২৬৬৮ সংখ্যাটিকে কথায় প্রকাশঃ
সংখ্যার ডানদিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই ১২২,৬৬৮।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ একশ বাইশ হাজার ছয়শ আটষট্টি।
ছয় অঙ্কের বহত্তম সংখ্যা = ৮৬৬২২১

দেশীয় পদ্ধতিতে ৮৬৬২২১ সংখ্যাটিকে কথায় প্রকাশঃ
সংখ্যার ডানদিক থেকে তিন ঘর পর কমা,এরপর দুই ঘর পর পর কমা বসিয়ে আমরা পাই ৮,৬৬,২২১।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ আট লক্ষ ছেষট্টি হাজার দুইশ একুশ।

আন্তর্জাতিক পদ্ধতিতে ৮৬৬২২১ সংখ্যাটিকে কথায় প্রকাশঃ
সংখ্যার ডানদিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই ৮৬৬,২২১।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ আটশ ছেষট্টি হাজার দুইশ একুশ।

 

ঘ 

লটারিতে প্রাপ্ত তিনটি সংখ্যা হলঃ ১৬,২৬,২৮
দুটি সংখ্যা হচ্ছেঃ  ১৬,২৮

এই দুই সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত চার অঙ্কের সংখ্যাঃ ১৬২৮
সুতরাং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাঃ ১২৬৮

২,৩,৪ দ্বারা ১২৬৮ এর বিভাজ্যতা যাচাইঃ
২ দ্বারা বিভাজ্যঃ কোনাে সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য (০) অথবা জোড় সংখ্যা হলে
প্রদত্ত সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। এখানে ১২৬৮ এর একক স্থানীয়
অঙ্ক জোড় সংখ্যা তাই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে।

3 দ্বারা বিভাজ্যঃ
যে কোন সংখ্যার অংক গুলো যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।

১২৬৮= ১+৬+৮=১৭
কাজেই ১২৬৮ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়।

৪ দ্বারা বিভাজ্যঃ
কোন সংখ্যার একক দশক স্থানীয় অংক দুটি দ্বারা গঠিত সংখ্যা দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হবে।

১২৬৮ কে স্থানীয় মানে লিখলে হয়,
১২৬৮=১০০০+২০০+৬০+৮ এখানে ৬০,৪ দ্বারা বিভাজ্য। আবার,১২৬৮=১০০০+২০০+৬৮ এখানে ৬৮, ৪ দ্বারা বিভাজ্য।
সুতরাং ১২৬৮ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

 

কৌটা থেকে দৈব ভাবে পুনরায় তিনটি সংখ্যা নিলাম যেখানে নূন্যতম একটি মৌলিক সংখ্যা থাকবে।
সংখ্যা তিনটি হচ্ছে যথাক্রমে ১১,২৫,৩০৫)

ইউক্লিডীয় পদ্ধতিতে সংখ্যা তিনটির ল.সা.গু নির্ণয়ঃ

:. নির্নেয় ল.সা.গু ১১= ৫X১১ X ৫ X ৬ = ১৬৫০

এখানে শেষ ভাজক ১ যা ১১ ও ২৫ এর গ.সা.গু এবং ১ দ্বারা ৩০ বিভাজ্য।
.: ১১,২৫ ও ৩০ এর গ.সা.গু ১

 

ষষ্ঠ শ্রেণির আরো অ্যাসাইনমেন্ট উত্তর

 

Leave a Reply