Wednesday, September 27, 2023
Homeসরকারি চাকরিসোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরি ২০২২ | Social Development Job Circular 2022

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরি ২০২২ | Social Development Job Circular 2022

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরি ২০২২

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরি ২০২২: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ পাঁচ বছর মেয়াদি রেজিলিয়েন্স, এন্টারপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।আপনি যদি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরির জন্য আগ্রহী প্রার্থী হন তাহলে আপনিও আবেদন করতে পারেন।

Social Development Job Circular 2022

১. পদের নাম: আঞ্চলিক পরিচালক
পদসংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ৫২ বছর
কর্মস্থল: আঞ্চলিক অফিস (মাঠপর্যায়)
বেতন স্কেল: ৬৬,০০০-৩৫০০X১০-১,০১,০০০ টাকা
যোগ্যতা : সমাজবিজ্ঞান/অর্থনীতি/কৃষিবিজ্ঞান বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২০ বছর চাকরির   অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত/দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি/দাতা সংস্থা কর্তৃক পরিচালিত প্রকল্পে উচ্চতর পদে সাত বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কমিউনিটি ফাইন্যান্স)
পদসংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: প্রধান কার্যালয় (ঢাকা)
বেতন স্কেল: ৫০,৪০০-২০০০X১০-৭০,৪০০ টাকা
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্স/অর্থনীতি/এমবিএ বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়নে উচ্চতর পদে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

►► আরো দেখো: বন অধিদপ্তরে চাকরির সুযোগ ২০২২
►► আরো দেখোবিমানবাহিনীতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক (কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: আঞ্চলিক অফিস (মাঠপর্যায়)
বেতন স্কেল: ৩৩,৬০০-১২৫০X১০-৪৬,১০০ টাকা
যোগ্যতা: বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
অভিজ্ঞতা:উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত/দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি/দাতা সংস্থা কর্তৃক পরিচালিত প্রকল্পে উচ্চতর প্রকৌশলী পদে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক (হেলথ অ্যান্ড নিউট্রিশন)
পদসংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: আঞ্চলিক অফিস (মাঠপর্যায়)
বেতন স্কেল: ৩৩,৬০০-১২৫০X১০-৪৬,১০০ টাকা
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি।
অভিজ্ঞতা:চিকিৎসক হিসেবে সরকারি/বেসরকারি সংস্থায় অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে চাকরি ২০২২

আবেদন যেভাবে করবেন
আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মোবাইল নম্বর, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রতিটি পদের বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২ খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭।

আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২২।

Joba2z
Joba2z
Joba2z provides all the latest info related to the Latest Govt Jobs Circular, Govt exams Results, And provides All latest JOB updates for Bangladesh.This is the best Job Circular Portal In BD.Joba2z Help to People To Get a Good Job.
সম্পরকিত পোস্ট

Leave a Reply

সবচেয়ে জনপ্রিয়