বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের মৌখিক পরীক্ষার সময়সূচী ৩১ অক্টোবর ২০২২

0
বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের মৌখিক পরীক্ষা

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের মৌখিক পরীক্ষার সময়সূচী

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের মৌখিক পরীক্ষা সময়সূচী যা পঞ্চম গ্রেডের সিস্টেম অ্যানালিস্ট পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের পঞ্চম গ্রেডের সিস্টেম অ্যানালিস্ট পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা বিপিএসসি ফরম জমা দিয়েছেন, তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের “সিস্টেম এনালিস্ট [৫ম গ্রেড পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের “সিস্টেম এনালিস্ট” [৫ম গ্রেড] (বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-০১, তারিখ: ২৭ এপ্রিল ২০২২ খ্রি:] পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে BPSC Form-5A [Applicant’s Copy]] জমাপ্রদানকারী যােগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

* মৌখিক পরীক্ষায় অনলাইনে রেজিস্ট্রেশনকালে ওয়েবসাইট থেকে ডাউনলােডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযােজ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নিকট কমিশন হতে কোন আলাদা সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলােড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি সেলের মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র জমা দিতে হবে

* মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের অতিরিক্ত ০১(এক) সেট BPSC Form-5A [Applicant’s Copy] কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলােড পূর্বক নিম্নোক্ত কাগজপত্রের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বাের্ডে জমা দিতে হবে :

    • প্রবেশপত্রের কপি;
    • BPSC Form-5A [Applicant’s Copy]
    • শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত কপি;
    • শিক্ষাগত যােগ্যতা প্রমাণের জন্য বাের্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদ (স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি/এইচএসসি/ডিপ্লোমা বা সমমানের মূল বা সাময়িক সনদ) এর সত্যায়িত ফটোকপি। মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের ফটোকপি গৃহীত হবে। চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কশিট। টেস্টিমােনিয়াল-এ অর্জিত ডিগ্রির মেয়াদ ৪ বৎসর সুস্পষ্ট উল্লেখ না থাকলে অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা
    • বয়স প্রমাণের জন্য শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এস,এস,সি সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “ও’ লেভেল এবং এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ; বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স
      সনদের সত্যায়িত কপি;
    • আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপােরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি;
      উচ্চতর শিক্ষাগত যােগ্যতার (ডিপ্লোমা/এমফিল/এমএস/এমডি ইত্যাদি) সনদ (প্রযােজ্য ক্ষেত্রে);
    • অভিজ্ঞতা সনদের কপি, অভিজ্ঞতা সনদে সংশ্লিষ্ট পদের স্কেল/গ্রেড উল্লেখ করতে হবে;
    • প্রকাশনা/চাকুরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য বা ঔজ্জ্বল্যের প্রমাণক (প্রযােজ্য ক্ষেত্রে);
    • ০৩(তিন) কপি পাসপাের্ট সাইজের সদ্য তােলা সত্যায়িত রঙিন ছবি;
    • জাতীয় পরিচয়পত্রের (NID)সত্যায়িত কপি;
    • কোন সরকারি/স্বায়ত্বশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি ;
    • নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;
    • প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযােজ্য ক্ষেত্রে)।
    • সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের উক্ত প্রতিষ্ঠান/সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা মর্মে | কর্তৃপক্ষের/নিয়নকারী কর্মকর্তার প্রত্যয়নপত্র আবেদনের সাথে জমা দিতে হবে।

* উপরে অনুচ্ছেদ-৫.০ এ বর্ণিত সকল সনদ/ডকুমেন্টস এর মূল কপি মৌখিক পরীক্ষা বাের্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । City Bank Job Circuler 2022

* প্রত্যেক ডকুমেন্টস এর উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। উল্লিখিত সনদ/ডকুমেন্ট দাখিল করতে ব্যর্থ হলে কোন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযােগ দেয়া হবে না।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের মৌখিক পরীক্ষা ২০২২

 

এছাড়া মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Leave a Reply