কৃষি গবেষণা ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

0
কৃষি গবেষণা ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিঃ কৃষি গবেষণা ফাউন্ডেশন – এর নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাইতেছে ।

পদের নামঃ সিনিয়র স্পেশালিষ্ট
পদ সংখ্যাঃ ১ জন
বয়সঃ ৬১ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ মৎস্য সম্পদের যে কোন শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ১ জন
বয়সঃ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি থাকতে হবে।

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগের শর্তাবলীঃ 

( ১ ) আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে
( ২ ) আবেদনকারীর নাম , পিতার নাম , মাতার নাম , জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রহিয়াছে আবেদনে হুবহু সেইভাবে লিখিতে হইবে
( ৩ ) বয়সসীমা : ( ক ) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উল্লেখিত বয়সসীমার ঊর্ধ্বে নহে ( খ ) কেজিএফ – এর বিভাগীয় প্রার্থী হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা , বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য
( ৪ ) প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ICT / কম্পিউটারে দক্ষ হইতে হইবে
( ৫ ) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে
( ৬ ) প্রার্থীকে অবশ্যই আগামী ২২/০১/২০২৩ ইং তারিখের মধ্যে চেয়ারম্যান , নিয়োগ কমিটি , কৃষি গবেষণা ফাউন্ডেশন ( কেজিএফ ) , এআইসি বিল্ডিং , ৪ র্থ তলা , বিএআরসি ক্যাম্পাস , ফার্মগেট , ঢাকা -১২১৫ বরাবরে দরখাস্ত করিতে হইবে
( ৭ ) অবশ্যই কেজিএফ – এর নির্ধারিত আবেদনপত্রে ( Prescribed format ) দরখাস্ত দাখিল করিতে হইবে
( ৮ ) আবেদনপত্র ( Prescribed format ) কেজিএফ – এর ওয়েবসাইট ( www.kgf.org.bd ) থেকে সংগ্রহ করিতে হইবে
( ৯ ) আবেদনপত্রের সাথে অবশ্যই সদ্য তোলা পিপি সাইজের ২ ( দুই ) কপি ছবি সংযুক্ত করিতে হইবে
( ১০ ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হইবে না ( ১১ ) সকল সনদপত্র এবং অভিজ্ঞতার প্রমাণ সংযুক্ত করিতে হইবে
( ১২ ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে
( ১৩ ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ , জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে
( ১৪ ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি এবং বিজ্ঞাপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করিবেন
( ১৫ ) নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে ।

আবেদন এর শেষ তারিখঃ ২২/০১/২০২৩

Leave a Reply